ভালো থাকা
লিখেছেন লিখেছেন মামুন ০৪ অক্টোবর, ২০১৪, ১২:২৩:০৫ রাত
সেদিন শিহাব রেখাকে জিজ্ঞেস করে,
'তুমি কেমন আছ?'
- ভালোই তো। কেন?
' এই যে একটা অতিরিক্ত 'ই-কার' লাগালে। এতেই প্রকাশ পেয়েছে তুমি আসলে নিশ্চিত নও।
- আগেও তুমি বেশী বুঝতে। ইদানিং রোগটা আরো বেড়েছে।
রেগে উঠে চলে গেলো রেখা। একটু হতাশ হয়ে ভাবতে থাকে শিহাব।
জোর করে 'খুব ভাল আছি' দেখালে ই কি ভাল থাকা যায়?
চিত্রে চিত্রে লতায়-পাতানো ভালবাসা- ওকি আসল?
আসলটা তো দেখানোর নয়।
শুধুই উপলব্ধি... আর একটু আলতো ছুঁয়ে যাওয়া!
মনের গভীরে!
হৃদয়টাকে চিরে দিয়ে...
# অণুগল্প
বিষয়: সাহিত্য
৭০১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যাঁ, সেরকমই হবার কথা। ইনশা আল্লাহ, যখন অন্য কোনো প্লট পাবো না, তখন প্রতিটি অণুগল্পকেই বড় গল্পে রুপ দেবার ইচ্ছে রইলো।
অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
জোর করে দেখানো'ভাল আছি'র মতই........ আপনাদের কে 'ঈদ মোবারক' জানাচ্ছি।
অনাবিল সুখের ছোয়ায় পুর্ণ হোক আপনাদের জীবন করুণাময়ের কাছে এই ই প্রার্থনা আমার।
আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনার বাবাকে সালাম জানাবেন।
জাজাকাল্লাহু খাইর।
ইনশা আল্লাহ আব্বা কে সালাম জানিয়ে দেব।
ভাতিজিদ্বয় সহ ভাবী কেও ঈদের সালাম ও শুভেচ্ছা পৌছে দেবেন আমার তরফ থেকে...
আবারো........
ঈদ মোবারক!ঈদ মোবারক!!ঈদ মোবারক!!!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন